অনলাইন থেকে ইনকাম প্রত্যাশীদের স্বাগতম !
Digital Marketing Blueprint
অনলাইন ইনকামের শূন্য থেকে সফল হওয়ার প্রুভেন গাইডলাইন
আমি একজন নিউবি ইন্টার্নেট মার্কেটার আমি কিভাবে খুব দ্রুত অনলাইন থেকে ইনকাম করেছি সে বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি !
“ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠি” তাই সম্পূর্ণ পেজটি পড়ুন এবং জানুন “আপনি কিভাবে অনলাইন থেকে আপনার ক্যারিয়ার গড়তে পারেন”
কোর্সটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৫৫০ /- টাকা
- ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ পড়া লাগবেনা - কম্পিউটার অন / অফ করতে পারলেই হবে।
- ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে ABC পড়তে পারলেই হবে ইংলিশে অনার্স/মাস্টার্স করা লাগবে না।
- কোন এক্সট্রা টেকনিক্যাল স্কিল এর প্রয়োজন নেই। যেমন-ফটো এডিট, ভিডিও এডিট ETC সবকিছু এই কোর্সে শেখানো হয়েছে।
- হাজার হাজার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে সময় নষ্ট করা লাগবে না। Step-By-Step কি করা লাগবে তার প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়ালে সাজানো হয়েছে।
- Affiliate/CPA Marketing এর ইনকামের মূলমন্ত্র হলো ট্রাফিক/কাস্টমার। পেইড এবং ফ্রি - ট্রাফিক পেতে বিস্তারিত সকল কিছু আলোচনা করা হয়েছে।
- একবার আপনি এই কোর্সের মেম্বের এরিয়াতে যুক্ত হলে লাইফটাইম সাপোর্ট ও যত আপডেট আসবে সকল কিছুই আপনার জন্য 100% ফ্রী।
- কোর্স মেম্বারদের যেকোনো সমস্যা 24/7 সাপোর্ট পাওয়া যাবে - ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কল অথবা ফোন কলের মাধ্যমে।
আমি যেসব মার্কেটপ্লেস থেকে ইনকাম করেছি তার কিছু ইনকাম প্রুফ উপরের ভিডিওতে দেখানো হয়েছে !
আপনিও চাইলে (Warriorplus, JVZoo, Amazon, CPAGrip, CPALead, Adsense) থেকে টাকা ইনকাম করতে পারেন প্রতিমাসে $700 থেকে $1,000 ডলার।
কোর্সটি ত্রুয় করলে সাথে সাথে আমি কোর্সটি মেম্বার এরিয়ার লিংক আপনার মোবাইল / ফেসবুক / ইমেইল মাধ্যমে SEND করে দিবো।
কোর্স সম্পর্কে যে কোন তথ্য জানতে চাইলে এই নম্বরে কল করতে পারেনঃ
+8801714565422
- স্টেপ-বাই-স্টেপ ভিডিও গাইডলাইন
- প্রুভেন ও সিক্রেট ফর্মূলা, যে কাজ নিজে করি ।
- লং-টার্ম বিজনেস গ্রোথ আইডিয়া ।
- সঠিক গাইডলাইন ও ২৪/৭ লাইভ সাপোর্ট ।
এ কোর্সটি কেন আপনার জন্য সঠিক হতে পারে
- সমস্যা সমাধানের পদ্ধতি।
- পরীক্ষিত ও কার্যকর আইডিয়া।
- প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখানো
-
প্যাসিভ ইনকাম সিস্টেম ।
শুধু আপনি নয় আপনার পরবর্তী জেনারেশন এ সম্পদের মালিক।
কোর্সটি কাদের জন্য PERFECT?
কোর্সটি কাদের জন্য PERFECT না ?
- ক্লিক করে নয়, কাজের বিনিময়ে যারা টাকা ইনকাম করতে চান।
- যারা মাসে ৫০০ - ১,০০০ ডলার ইনকাম করতে চান।
- যারা ফ্রি অথবা পেইড দুই ভাবেই মার্কেটিং করতে চান।
- ২৪ ঘন্টা ৪ ভাগের ১ ভাগ সময় যারা ব্যয় করতে পারবেন।
- যারা দিনে ৪/৬ ঘণ্টা কাজ করতে পারবেন।
- যারা HARD WORK করেও হতাশ হবেন না।
- যাদের কাজের জন্য ২,০০০/৩,০০০ টাকা খরচ করার সামর্থ আছে। (যেমন:১ টি ওয়েবসাইট)
- আপনার COMPERITIOR দের সাথে যারা পাল্লাদিয়ে যারা কাজ করতে পারবেন।
- যাদের ১টি Computer/Laptop আছে এবং অন/অফ করতে পারেন।
- যারা অনলাইন মার্কেটিংকে ভালোবাসা হিসাবে নিতে পারবেন।
- প্রতিদিন কাজের পাশাপাশি নতুন কাজ শেখার ইচ্ছা যাদের আছে।
- যারা চাকরি বা অন্য কাজ করেন কিন্তু ৩/৪ ঘণ্টা সময় দিতে পারবেন।
- যারা ভাবেন যে অনলাইন ক্লিক করলে বা অ্যাড দেখলেই টাকা আসে।
- আজ কাজ শুরু করে কাল থেকে হাজার হাজার টাকা আয় করবো ।
- যারা মোবাইল দিয়ে কাজ করতে চান।
- খুব দ্রুত ও টুকটাক চলার মতো ইনকামের পথ।
- প্রথম ১/২ মাসে যারা সেলস না দেখে হতাশ হয়ে পড়বেন।
- রেগুলার কাজ করার ইচ্ছা যাদের নেই। যেমনঃ ২ দিন কাজ করবেন আর ৫ দিন করবেন না।
- যারা টোটালি ইংরেজি পড়তে পারেন না।
- ৪/৬ মাস কাজ করার মন মানসিকতা যাদের নাই ।
- শর্ট কার্টে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ইচ্ছা যার । যেমন: অনলাইনে জুয়া খেলার অভ্যাস যাদের আছে।
- যারা (রাতারাতি) ৫/১০/২০ দিনের ভেতর ইনকাম করতে চান। বিঃদ্রঃ ৪/৬ মাসের মাসের মধ্যে রানিং ইনকাম দেখবেন, এমনকি এর আগেও মাঝে মাঝে টুকটাক ইনকাম হবে)
- নিজের কাজের পাশাপাশি প্রতিদিন নতুন কিছু শেখার ইচ্ছা যাদের নেই।
এতগুলো কথা আমি কেনো বললাম? তার কারণ হলো যে কাজ আমি নিজে করতে পারেনি তা আপনাকে দিয়ে কিভাবে করাবো। মিথ্যা প্রোলভোন দেখিয়ে কোর্স বিক্রি করতে চাই না।
এই কোর্সের ভেতর কি কি দেখানো আছে?
Basic Tutorial & Business Setup
- Affiliate Marketing & CPA Marketing কি? আপনার কাজ কি?
- Digital Marketing করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ফ্রি Tools & Sites
- ফ্রীতে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন ?
- ফ্রীতে কিভাবে landing page & mail Sign Up Page তৈরি করবেন ?
- Sites Google দিয়ে ফ্রীতে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন ?
- কিভাবে Amazon Affiliate Account তৈরি করতে হয়?
- কিভাবে WarriorPlus Affiliate Account তৈরি করতে হয়?
- কিভাবে JVZoo Affiliate Account তৈরি করতে হয়?
- সঠিক নিয়মে কিভাবে CPAGrip Account তৈরি করতে হয়?
- সঠিক নিয়মে কিভাবে CPALead Account তৈরি করতে হয়?
- বিদেশি কোম্পানি থেকে ডলারের মাধ্যমে কিভাবে Domain & Hosting কিনতে হয়
- বিকাশ/ নগদ/ রকেট ও অন্যান্য মাধ্যমে কিভাবে Domain & Hosting কিনতে হয়
- cPanel থেকে কিভাবে Hosting, Domain, SSL এড করে পূর্ণাঙ্গ Website তৈরি করবেন
- ফ্রি থিম Customize মাধ্যমে কিভাবে একটি Website সাজাতে হয় - WordPress Website A To Z
- সঠিক ভাবে Google ফ্রী ট্রাফিক পেতে একটি ওয়েবসাইট Site Kit, Anolites,Sarch Consol,XML Sitemap কিভাবে সেট করবেন ।
- Blogspot ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটি Professional ওয়েবসাইট তৈরি করবেন
- কিভাবে Payoneer Account তৈরি করতে হয় ?
- কিভাবে YouTube channel তৈরি করতে হয় ?
WarriorPlus Affiliate Marketing
বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এক অনন্য ও গুরুত্বপূর্ণ মার্কেটপ্লেস হচ্ছে WarriorPlus। এটি ডিজিটাল প্রোডাক্ট এর মার্কেটপ্লেস। যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট রিলিজ হয় এবং আপনি সেই প্রোডাক্টের প্রমোশন করে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখি এই সিরিজে আপনি কি কি পেতে চলেছেন
- প্রত্যেকটা প্রোডাক্ট প্রমোশনের বিভিন্ন মাধ্যম থাকে এ কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে বা কতগুল উপায়ে WarriorPlus প্রডাক্ট প্রমোশন করা যায়।
- যেকোনো প্রডাক্টের বিক্রয়ের জন্য নাম্বার অন ট্রাফিক সোর্স হচ্ছে ওয়েবসাইট। আর এই কোর্সে সেটা দেখানো হয়েছে যে আপনি কিভাবে ওয়েবসাইট এ রিভিউ লিখে ট্রাফিক পেতে পারেন। এটা কোন রকেট সাইন্স না, তাই ভয় পাওয়ার কিছু নেই। সব কিছু হাতে কলমে দেখানো হয়েছে, যেকেউ এটা করতে পারবে।
- ভিডিও মারকেটিং বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং অনলাইন মার্কেটিং যতদিন আছে ভিডিও মার্কেটিং চলমান থাকবে । তাই এই কোর্সে আপনি জানতে পারবেন কিভাবে প্রোডাক্ট এর রিভিউ ভিডিও তৈরি করে আপনার কাংখিত ট্রাফিকের কাছে প্রডাক্ট প্রমোশন করা যায়।
- প্রত্যেকটি প্রোডাক্টের ডেমো ও সেলস ভিডিও থাকে। সে সকল সেলস ও ডেমো ভিডিও ব্যবহার করে আপনি কিভাবে W+ প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং আপনার কমিশনটি পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে। যাহা সম্পূর্ণ ফ্রী।
- এই কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন ফ্রি মার্কেটিং এর পাশাপাশি কিভাবে পেইড মার্কেটিং করতে হয় । Google Ads অথবা UDIMI Solo Ads দিয়ে কিভাবে WarriorPlus প্রোডাক্ট বিক্রি করবেন স্টেপ বই স্টেপ ভিডিওতে দেখানো হয়েছে ।
- সম্পূর্ণ ফ্রীতে কিভাবে সোশ্যাল মিডিয়া ট্রাফিক গ্রো করতে হয় তার স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। একইসাথে আপনার WarriorPlus প্রোডাক্টটি প্রমোশন করে কিভাবে affiliate কমিশন অর্জন করবেন তার বিস্তর ধারণা দেয়া হয়েছে।
- আপনি কি চিন্তিত? যে আপনি এসব গুলো পারবেন কি-না? চিন্তার কোন কারণ নেই। সকল কিছুই step-by-step ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে সাজানো রয়েছে। যা একজন ১৫ বছরের শিশুও করতে পারবে।
- আপনি কি চিন্তিত? যে আপনি এসব গুলো পারবেন কি-না? চিন্তার কোন কারণ নেই। সকল কিছুই step-by-step ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে সাজানো রয়েছে। যা একজন ১৫ বছরের শিশুও করতে পারবে।
JVZoo Affiliate Marketing
বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এক অনন্য ও গুরুত্বপূর্ণ মার্কেটপ্লেস হচ্ছে JVZoo। এটি ডিজিটাল প্রোডাক্ট এর মার্কেটপ্লেস। যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট রিলিজ হয় এবং আপনি সেই প্রোডাক্টের প্রমোশন করে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখি এই সিরিজে আপনি কি কি পেতে চলেছেন
- এই সিরিজের প্রথম ভিডিওতে আপনি জানতে পারবেন কি কি উপায় WarriorPlus এর মত JVZoo মার্কেটপ্লেসের ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করা যায়।
- প্রত্যেকটি প্রডাক্ট প্রমোশন এর আগে এফিলিয়েট লিংক নেয়া বাধ্যতামূলক। এই কোর্সে আপনি জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে JVZoo এফিলিয়েট লিংক সংগ্রহ করতে হয় এবং সেই সংগ্রহ করা লিংকটি ওয়েবসাইটে রিভিউর মাধ্যমে আপনার কাঙ্খিত ট্রাফিকের কাছে প্রমোশন করা যায়।
- এই JVZoo সিরিজের ভিডিও একটি মূল্যবান ট্রিকস হচ্ছে, একটি প্রডাক্টের কাজ করে কিভাবে লাইফটাইম সেই প্রোডাক্ট বিক্রি করতে হয় সে বিষয়ে বিস্তার বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি একবার কাজ করবেন লাইফটাইম বিক্রি করবেন।
- কোর্সে আপনি আরো জানতে পারবেন WarriorPlus এর মতো একইভাবে সেলস ভিডিও ও ডেমো ভিডিও মার্কেটিং করে কিভাবে আপনি সঠিক ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনি আপনার অ্যাফিলিয়েট প্রডাক্টি বিক্রি করে কমিশন অর্জন করতে পারবেন।
- প্রত্যেকটি প্রোডাক্টের রিভিউ Access থাকে। এই কোর্সে আপনি জানতে পারবেন, আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন সেই প্রোডাক্টের কিভাবে রিভিউ Access পেতে হয় এবং সেই রিভিউ Access নেওয়ার পরে তার রিভিউ ভিডিও তৈরি করে আপনার কাস্টমারকে কিভাবে মোটিভেট করা যায়। যা আপনার প্রোডাক্টটি বিক্রয় করার জন্য এক কাপ এগিয়ে থাকবেন।
- এ ছাড়াও এ কোর্সে আপনি আরও জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ৪০+ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যায়। তার step-by-step গাইডলাইন।
- সর্বশেষ এই কোর্সের মাধ্যমে আপনি জানতে পারবেন ফ্রি মার্কেটিং এর পাশাপাশি কিভাবে পেইড মার্কেটিং করতে হয় । Google Ads অথবা UDIMI Solo Ads দিয়ে কিভাবে JVZoo প্রোডাক্ট বিক্রি করবেন স্টেপ বই স্টেপ ভিডিওতে দেখানো হয়েছে .
amazon Affiliate Marketing
বর্তমান সময়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এক অনন্য ও গুরুত্বপূর্ণ মার্কেটপ্লেস হচ্ছে amazon। এটি ডিজিটাল / ফিজিক্যাল প্রোডাক্ট এর মার্কেটপ্লেস। যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ডিজিটাল / ফিজিক্যাল প্রোডাক্ট রয়েছে এবং আপনি সেই প্রোডাক্টের প্রমোশন করে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখি এই সিরিজে আপনি কি কি পেতে চলেছেন ।
- মার্কেটিং করার আগে মার্কেটপ্লেস সম্পর্কে পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।আর এই কোর্সে আপনি অ্যামাজন মার্কেটপ্লেস সম্পর্কে প্রথমেই বিস্তারিত জানতে পারবেন। এখানে কি পাওয়া যায় আপনি কী করবেন ?
- আপনি কি কোন প্রোডাক্ট বিক্রি করে অ্যাপলেট কমিশন অর্জন করতে চান? তাহলে সর্বক্ষেত্রেই আপনার সর্বোচ্চ ট্রাফিক সোর্স ওয়েবসাইট। আর এই কোর্সে আপনি জানতে পারবেন কিভাবে ওয়েবসাইট এ রিভিউ লিখে আমাজন প্রডাক্ট সেল করতে হয়।
- আমাজন মার্কেটপ্লেস হল লক্ষ্য লক্ষ্য কোটি কোটি প্রোডাক্টের মারকেটপ্লেস কিন্তু আপনি কি সকল প্রোডাক্ট বিক্রি করবেন? না ! এই লক্ষ্য লক্ষ্য কোটি কোটি প্রোডাক্টের মধ্যে বেস্ট প্রডাক্ট কিভাবে আপনি খুঁজে বের করবেন এবং আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রয়ের উদ্দেশে তা প্রোভাইড করবেন।
- বর্তমান সময়ে ভিডিও মার্কেটিং এর গুরুত্ব খুবই বেশি। এই কোর্সে আপনি জানতে পারবেন কিভাবে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করে প্রোডাক্ট সেল করতে হয়।
- ভিডিও তৈরি করা নিয়ে চিন্তিত? No Tension ! কোন প্রকার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন তা আমি এই কোর্সে স্টেপ বাই স্টেপ হাতে-কলমে দেখিয়েছি।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) দিয়ে আপনি কিভাবে একটি আমাজন প্রডাক্ট এর ভিডিও তৈরীর স্ক্রিপ্ট রেডি করা থেকে ভিডিও মেক করা সবকিছু করতে পারবেন যেখানে আপনার কোন দক্ষতার প্রয়োজন নেই। যা সকল কিছু করবে এই (AI) । step-by-step হাতে কলমে শিখিয়েছি এই কোর্সের ভিডিওতে।
- কোন প্রকার ভিডিও এডিটিং দক্ষতা ছাড়াই কীভাবে শর্ট অথবা লং ভিডিও তৈরি করতে হয় সেটিও জানতে পারবেন এই কোর্সে।
- আপনার ওয়েবসাইট কেনার টাকা না থাকলেও কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত রয়েছে step-by-step ভিডিওতে।
- 🟢 ৫ টি ১০০% ফ্রি ট্রাফিক সোর্স যেখানে রেগুলার কাজ করলে সেলস নিশ্চিত।
- বর্তমান সময়ে ট্রেন্ডিং প্রডাক্ট হলো হেলথ অ্যান্ড ওয়েট লস প্রোডাক্ট আর এই হেলথ অ্যান্ড ওয়েট লস প্রোডাক্ট কিভাবে আপনি খুব দ্রুত সেল করে কমিশন অর্জন করতে পারেন তাঁর সিক্রেট ট্রিক্স দেখানো হয়েছে এই কোর্সে।
- এবং সর্বশেষ Google Ads এর মাধ্যমে কিভাবে আপনি আমাজন প্রডাক্ট সেল করতে পারেন তার বিস্তার ধারণাসহ A To Z হাতে-কলমে দেখানো হয়েছে।
CPA Marketing
- CPA মার্কেটিং সিরিজে প্রথমেই জানতে পারবেন কি কি ভাবে CPA মার্কেটিং করা যায়।
- দ্বিতীয়তঃ জানতে পারবেন CPA অফারের ভিতরে সবথেকে ট্রেন্ডিং অফার হচ্ছে iPhone রিলেটেড অফার। আর এই iPhone রিলেটেড অফার গুলো কিভাবে প্রমোশন করবেন আপনার কাংখিত ট্রাফিকের কাছে সিপিএ কমিশন earn করার জন্য।
- গুরুত্বপূর্ণ CPA মার্কেটিং ট্রিক লিংক লক করে সিপিএ মার্কেটিং করা। এই কোর্সের আপনি জানতে পারবেন কিভাবে লিংক লক করে আপনি CPA মার্কেটিং করতে পারেন।
- নিজের তৈরী নয়, অন্যের ভিডিও বা ফটো শেয়ার করে কিভাবে CPA মার্কেটিং করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে এই কোর্সে ।
- ফ্রি মার্কেটিং এর পাশাপাশি কিভাবে আপনি পেইড মার্কেটিংয়ের মাধ্যমে CPA অফার গুলো প্রমোশন করতে পারেন তার বিস্তার ধারণা দেয়া রয়েছে এই কোর্সে। Google Ads কিংবা UDIMI Solo Ads মাধ্যমে কিভাবে CPA মার্কেটিং করতে পারেন তার বিস্তারিত step-by-step দেখানো হয়েছে ভিডিওটি টিউটোরিয়ালে।
- ✳ডিজিটাল মার্কেটিং কোর্সে ফ্রি মার্কেটিং এর পাশাপাশি পেইড মার্কেটিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কিভাবে করব, আমি পারবো কিনা, আমিতো কিছুই জানি না। আপনাদের ভয়ের কোন কারণ নেই সকল কিছু step-by-step ভিডিও মাধ্যমে দেখানো হয়েছে আপনাকে শুধু ভিডিও অনুসরণ করে সেগুলো করতে হবে এবং রেগুলারিটি মেন্টেন করে সে কাজগুলো করে যেতে হবে।
Social Media Marketing
- এই ডিজিটাল মার্কেটিং কোর্সে ৪০+ সোশ্যাল মিডিয়া সাইডে মার্কেটিং করা দেখানো আছে। যেগুলো প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা থেকে ট্রাফিক পাওয়া যায়। তার প্রমান সহ দেখানো হয়েছে এই কোর্সে।
- বর্তমান সময়ে Facebook কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে বলার অবকাশ রাখে না। সেটা আপনি আমি আমরা সবাই জানি। আর আমরা এটাও জানি যে ডিজিটাল মার্কেটিং একটা বড় মাধ্যম হলো এই ফেসবুক। এই কোর্সে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে সম্পুর্ন ফ্রীতে ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে আপনার কাংখিত প্রোডাক্ট এর উপরে ট্রাফিক জেনারেট করতে পারেন।
- ফেসবুকের পাশাপাশি Twitter আরো একটি বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে খুব সহজে ট্রাফিক পাওয়া যায়। আর আপনি সেটা কিভাবে করবেন এই কোর্সে রয়েছে তার বিস্তারিত।
- আপনি Digital Products or Physical Products প্রমোশন করেন সবকিছুতে ইন্টার্নেশনাল Instagram and LinkedIn খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রাফিক পেতে। আর আপনি কিভাবে সে সকল ট্রাফিক গেইন করবেন তার বিস্তারিত রয়েছে এই কোর্সে।
- 🔴 নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে যে সকল মিডিয়া ব্যবহার করে খুব দ্রুত মার্কেটিং এ সফল হওয়া যায়। এসকল প্ল্যাটফর্ম মার্কেটিং এর সম্পর্কে বিশেষ ভাবে বর্ণনা দেওয়া হয়েছে।
- আপনি যে প্লাটফর্মে কাজ করেন না কেন বা যে মার্কেটপ্লেসের প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন খুব দ্রুত যদি সেল পেতে চান তাহলে সোশ্যাল মিডিয়া সাহায্য ছাড়া কোনভাবেই সম্ভব নয়। আর এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনি কীভাবে খুব দ্রুত আপনার প্রোডাক্ট সেল করে আফিলিয়েট কমিশন পেতে পারেন তার বিস্তারিত সকল তথ্য আলোচনা করা হয়েছে এই সোশ্যাল মিডিয়া সেকশনের ভিডিওগুলোতে। স্টেপ বাই স্টেপ ভিডিওতে সকল কিছু দেখানো হয়েছে। আপনারা যে কেউ এটা মনোযোগ সহকারে দেখলেই করতে পারবেন এবং একবার করলে রেগুলার একই কাজ করে যেতে হবে যা পরবর্তীতে আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং এটা কোন রকেট সাইন্স নয় যে আপনি আমি আমরা পারবোনা। জাস্ট step-by-step দেখানো আছে ভিডিও অনুসরণ করতে হবে এবং রেগুলারিটি মেইনটেইন করে কাজ করে যেতে হবে।
আমার কোর্সটি কেন নতুনদের জন্য এত গুরুত্বপূর্ণ ?
১. আমি নিজে যে কাজ করি যেমনঃ(Affiliate Marketing, CPA Marketing, Adsense, High-Ticket Affiliate Marketing) থেকে ইনকাম করি আমার কোর্সে আমার নিজের কাজ দেখানো। অন্য মানুষের কাজ দেখিয়ে আমার কোর্স তৈরি করা না। হাজার বাধা বিপত্তি উৎরিয়ে যা নিজে শিখেছি আপনাদের তাই শেখাতে পারবো।
২. আমার এই কোর্সটি যারা কিনবেন তারা আমার কাজ দেখে দেখে কাজ করতে পারবে। আমি নিজে যে কাজগুলা দৈনিক করি সে সব আমি আমার প্রাইভেট ফেইসবুক গ্রুপে শেয়ার করবো। সুতরাং আপনি পারবেন কি পারবেন না এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই ।
৩. একসময় আমি নিজেও অনেক বিদেশি মার্কেটারদের (ইংলিশ) কোর্স কিনেছি কিন্তু কাজ করতে যেয়ে পদে পদে হাজার হাজার বাধা পেয়েছি আর সে সকল বাধা পেরিয়ে আজ নিজেকে এখানে এনেছি। কিন্তু সে বাধা অতিক্রম করতে কখনো আমার ওই কোর্স মালিক বা মার্কেটারদের সাহায্য পায়নাই। তাদের নিয়ম হলো কোর্স বিক্রি করা পযন্ত শেষ । তাই আমি জানি নতুনরা কাজ করতে আসলে কোথায় কোথায় তাদের সমেস্যা সৃষ্টি হবে আর সে সকল সমস্যা সমাধার করে এই কোর্স তৈরী করা। আরো মূল্যবান একটা বিষয় সেটা হলো আমি সাহায্য না পেলেও আমার কোর্স মেম্বাররা ২৪/৭ সাপোর্ট পাবে SMS + ডিরেক্ট কল করে।
৪. আমি অন্যান্য কোর্স মেন্টরদের মতো কোর্স কেনার সাথে সাথে বা ২/১ দিন থেকে ইনকাম এমন গ্যারান্টি দিতে পারবো না বা এটা বলতে পারবো না যে ক্লিক করে অ্যাড দেখলে টাকা ইনকাম হবে । একদম REAL মেথড ফলো করে Affiliate Marketing, CPA Marketing, Adsense, High-Ticket Affiliate Marketing, থেকে রাতারাতি ইনকাম করা যায় না।
৫. আমার এই কোর্স কেনার পরে সাজানো-গোছানো টিউটোরিয়াল দেখে কাজ শুরু করতে পারবেন কিন্তু তার পরেও বিভিন্ন সময় আপনার সামনে বিভিন্ন রকম সমেস্যা আসতে পারে। কিন্তু চিন্তার কারণ নেয় আমি একটিভ থাকবো আপনাকে সহযোগিতা করার জন্য তাই নির্ভয়ে আপনি কাজ করতে পারবেন। (24/7-365)
৬. বেশিরভাগ কোর্সগুলো তে খেয়াল করবেন মেন্টররা দেখাতে/বলতে চায় না কোর্সের ভেতর কি আছে, কি নাই। কিন্তু, আমি আমার কোর্সে সব কিছু খোলাখুলি বলে দিয়েছি আপনি কি পাবেন। আমি চাই না কিছু না বুঝে কারো টাকা খরচ হয়ে যাক। সবার কাছেই তার টাকার মূল্য অনেক বেশি।
৭. প্রতিদিন ইনকাম দেখা একরকম সৌভাগ্য। আর দীর্ঘদিন ধরে দৈনিক ইনকাম দেখতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক নিয়ম মেনে, সঠিক উপায়ে কাজ করতে হবে। আমি কোন Scam কাজ করি না, আর আমার কোর্সে কোন Scam কাজ দেখানো নেই।
হেই আমি রানা ঘোষ, আমি ফুলটাইম Digital Marketer এবং YouTube Influencer.
আমি নিউবি ইন্টার্নেট মার্কেটার, তাই নতুনদের জন্য সুখবর নিয়ে আসেছি। আমি ৩+ বছর ধরে অনলাইনে কাজ করছি এবং খুব দ্রুত সফলতা পেয়েছি । একজন নিউবি হিসাবে কিভাবে খুব দ্রুত সফলতা কিভাবে পেয়েছি তার Real-Life Case Studies নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি টাকা ইনকাম করছি চাইলে আপনিও যুক্ত হতে পারেন ।
আমি ইউটিউবে Affiliate Marketing এবং CPA Marketing নিয়ে ভিডিও করি এবং Digital Products এর রিভিউ লিখি।
Rana Ghosh – Digital Marketer
এই কোর্সটি কিনলে কেন ঠকবেন না
👉👉 দিনের পর দিন ইউটুবে ভিডিও দেখেই যাচ্ছেন,দেখেই যাচ্ছেন কিন্তু কোনো সঠিক পথ পাচ্ছেন না। তাই দিনের পর দিন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সময় নষ্ট না করে সঠিক ভাবে CPA Marketing & Affiliate Marketing করার সঠিক মেথড গুলো জানতে এবং শিখতে পারবেন।
👉👉 একেক সময়ে একেক কোর্স না কিনে ১ কোর্সে CPA Marketing, Affiliate Marketing, High-Ticket Affiliate Marketing, Email Marketing, Adsense, সম্পর্কে সবকিছুই জানতে এবং শিখতে পারবেন। শুধু শেখা নয় সকল সময়ে গাইডলাইনে থাকতে পারবেন। কখন কি করা উচিত সব কিছুর পরামর্শ পাবেন।
👉👉 বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম পরামর্শ না নিয়ে , প্রতিদিন একের পর এক ইউটুব মেথড না দেখে CPA & Affiliate Marketing করার জন্য কি কি করা লাগবে তা সব কিছু A টু Z সাজানো। সিরিয়াল অনুযায়ী দেখুন ও কাজ করতে শুরু করুন।
👉👉 আপনি CPA & Affiliate Marketing যাই করেন না কেন ট্রাফিক হলো মেইন বিষয়। তাই প্রতিদিন ট্রাফিক নিয়ে বিভিন্ন ভিডিও না দেখে কিভাবে সঠিক ফ্রি এবং পেইড ট্রাফিক / কাস্টমার পাওয়া যায় সব কিছুই জেনে নিন এই কোর্সে ।
👉👉 আপনি যে কাজ প্রতিদিন করছেন তার রেজাল্ট সরাসরি দেখে দেখে কাজ শিখতে এবং করতে পারবেন। কোথা থেকে কাস্টমার আসছে আপনার কোন কাস্টমার দরকার কোনটা দরকার না সকল কিছু।
👉👉 এই কোর্স এখানে শেষ না বিভিন্ন সময়ে কাজের প্রয়োজনে বিভিন্ন আপডেট আসবে। যেমন গুগল,ইউটউব তার কাজের প্রয়োজনে আপডেট আনে তাই অনলাইন কাজ করতে হলে আপনাকেও আপডেট থাকতে হবে তাদের নিয়ম মেনে কাজ করতে হবে । আর এই সকল আপডেট গুলো আপনি পাবেন আপনার মেম্বার এরিয়াতে সম্পূর্ণ ফ্রি। এছাড়া বিভিন্ন সময়ে নতুন নতুন কোনো মানি মেকিং মেথড যুক্ত হলে কোর্সের মেম্বাররা পাবেন সম্পূর্ণ ফ্রীতে।
👉👉 একটা কাজ করে অনেক কোম্পানি থেকে একসাথে ইনকাম কিভাবে করা যায় সেটা জানতে এবং শিখতে পারবেন।
👉👉 কিভাবে খুব দ্রুত ট্রাফিক / কাস্টমার সোর্স গড়ে তুলতে পারবেন তা জানতে এবং শিখতে পারবেন
👉👉 সর্বশেষ ও সব থেকে মূল্যবান বিষয় হলো আপনার অনলাইন জার্নি যেকোনো সমেস্যা যখন তখন সাপোর্ট পাবেন প্রাইভেট ফেইসবুক গ্ৰুপে বা হোয়াটসঅ্যাপ। এমন কি ফোন কল one-to-one কমিউনিকেশন করে।
আপনি কি এই কোর্সটি কিনতে চান ?
আপনার হাতে থাকা মোবাইল থেকে পেমেন্ট করে কোর্সটি কিনতে পারবেন যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,৫৫০/- টাকা।
পেমেন্ট করার সাথে সাথে আমি কোর্সটির মেম্বার এরিয়ার লিংক আপনার মোবাইল / হোয়াটসঅ্যাপ / ফেসবুক / ইমেইল মাধ্যমে SEND করে দিবো। এবং আমার প্রাইভেট ফেইসবুক গুরুপে অ্যাড করে নেবো যেখানে আপনি ২৪/৭ আমার সাপোর্ট পাবেন এমন কি সরাসরি কথা বলতে পারবেন। পেমেন্ট করতে বিকাশ অথবা নগদ নাম্বার +8801714565422
কোর্স সম্পর্কে কোন তথ্য জানার থাকলে এই নম্বরে কল করতে পারেনঃ +8801714565422 (কোর্স ব্যতীত অন্য কোন বিষয়ে কথা বলা হবে না)
Frequently Asked Questions
👉👉 প্রত্যেকটা প্রশ্নের উপরে ক্লিক করুন আপনার উত্তর পেয়ে যাবেন 👈👈
উত্তরঃ অনলাইনের কাজে আপনি নতুন হন আর পুরাতন তাতে কোন সমস্যা নেই। আপনি এই কোর্সটি কেনার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত A To Z সকল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। মনে রাখবেন “এখন থেকে একটা ওখান থেকে একটা” এইভাবে ভিডিও দেখবেন না। কারণ প্রত্যেকটা ভিডিও সিরিয়াল অনুযায়ী সাজানো তাই পরপর দেখতে হবে। এখন থেকে একটা ওখান থেকে একটা দেখলে আপনি কাজ শিখতে পারবেন না। সিরিয়াল অনুযায়ী দেখলে সবকিছু আপনার কাছে জলের মত পরিস্কার হয়ে যাবে। সব দেখা শেষ হলে যে মেথড আপনার ভালো লাগবে সেই মেথড apply করতে পারবেন। অথবা ভেবে পাচ্ছেন না কি করবেন তাহলে সরাসরি আমার সাথে কথা বলে কাজ শুরু করতে পারবেন।
উত্তরঃ হ্যাঁ পারবেন ! কারণ অনলাইনে ডিজিটাল মার্কেটিং কাজ করতে ইংলিশে অনার্স, মাস্টার্স করা লাগে না। বেসিক ইংলিশ জানলেই হবে আর বাকি কৌশল কোর্সে শেখানো আছে । আপনি যদি রেগুলার সে অনুযায়ী কাজ করেন তাহলে এক মাসের মধ্যে সব কিছু জলের মতো লাগবে । আর এটুকু কষ্ট করতে না পারলে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না।
উত্তরঃ না ! কোন কিছু ডাউনলোড করা লাগবেনা। আপনি যদি এই কোর্সটি ক্রয় করেন তাহলে আমি একটা মেম্বার এরিয়া লিঙ্ক আপনাকে দেব আপনি ওই লিঙ্ককে ক্লিক করে ধাপে ধাপে প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন। আপনার কাছে থাকা মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ব্যবহার করে এগুলো দেখতে পারবেন। কোনকিছুই ডাউনলোড করা লাগবেনা। আপনার যখন খুশি তখনই মেম্বার এরিয়া তে ঢুকতে পারবেন এবং এই ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। লাইফটাইম এক্সেস থাকবে আপনার। একইসাথে পরবর্তীতে এই কোর্সের যখন যে আপডেট আসবে সেটাও আপনি সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন লাইফটাইম । এর জন্য কোনো প্রকার অতিরিক্ত ফি প্রদান করা লাগবে না।
উত্তরঃ না ! একটা বিষয় সব সময় খেয়াল করবেন যারা এই ধরণের ভুয়া কোর্স বিক্র্রি করে তারা নিজেরা অনলাইন এই ধরণের কোনো কাজ করে না বা তাদের নিজেদের কোনো কাজের প্রোফাইল দেখাতে পারবে না। সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন ভুয়া জিনিসে দেখবেন চটকদার কথাবাত্রা লেখা থেকে আপনাকে রাতারাতি বড়লোক বানিয়ে দেবে। এমনকি অনলাইনে কাজ এমন যে ক্লিক করলে ঝনঝন করে টাকা পড়বে এমন কিছু। কিন্তু আমার এই কোর্সটি আমি নিজে যা করি তাই দেখানো। সুতারং আপনারা রেগুলার আমার সকল কাজ ফলো করতে পারবেন একইসাথে আমার সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন। আর এইসব কাজ পাবলিকলি করতে হয় লুকানোর কিছু নেই আর যা সবকিছু অন স্ক্রিনে দেখানো। সুতরাং মিথ্যা প্রলোভন বা ভুয়া হওয়ার কিছু নেই।
উত্তরঃ আপনার যদি ভালো লক্ষে পৌঁছানোর ইচ্ছা থাকে আর সেই লক্ষে মনোযোগ সহকারে কাজ করেন তাহলে ৪/৫ মাসের মধ্যে ইনকামের 100% গ্যারান্টি আমি দিচ্ছি। আমি নিজে যেভাবে কাজ করি এখানেও সেই ভাবে দেখানো। আর আপনি যদি সেটা ফলো করে 4 থেকে 5 মাস কাজ করেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি ১ সেন্ট হলেও 100% ইনকাম করতে পারবেন এবং ১ সেন্ট ইনকাম মানে আপনি সাকসেস। তাহলে আপনি যে পথে ১ সেন্ট ইনকাম করেছে সেই পথ অনুসরণ করে রেগুলার কাজ করলে $১,০০০ ডলার ইনকাম করতে পারবেন। তবে যদি মনে করেন কোর্সটি কেনার পরে ইনকাম শুরু হয়ে যাবে কিন্তু কোনো কাজ করা করবো না বা করা লাগবে না তাহলে তাদের জন্য কোন গ্যারান্টি নেই।
উত্তরঃ Warriorplus, JVZoo, Amazon, High-Ticket Affiliate Programs, CPAGrip & CPALead. মোর্দা কথা হলো বাংলাদেশ থেকে একাউন্ট করা যাবে এবং পেমেন্ট নেওয়া যাবে এমন সব কোম্পানির কাজ দেখানো হয়েছে এই কোর্সে ।
উত্তরঃ টিউটোরিয়ালে যে সব কোম্পানি/Marketplace গুলোতে কাজ দেখানো আছে তার সব গুলো থেকেই আপনি Payoneer দিয়ে পেমেন্ট নিতে পারবেন। সুতরাং, আপনার একটা Payoneer একাউন্ট থাকলে পেমেন্ট নেওয়া নিয়ে চিন্তার কিছু নাই। আর Payoneer একাউন্ট না থাকলে কোর্সের ভেতর দেখানো আছে কিভাবে আপনি Payoneer একাউন্ট খুলবেন।
উত্তরঃ এই কোর্সটিতে যে সব মেথডগুলো দেখানো আছে আমি নিজেই সে সব কাজ করে ইনকাম করি। আর আপনিও যখন কোর্সটি কিনবেন সঙ্গে সঙ্গে আমার প্রাইভেট ফেইসবুক গ্ৰুপে জয়েন্ট হতে পারবেন এবং আমি যা যা করি তা প্রতিদিন ফল করে কাজ করতে পারবেন। সুতরাং, আপনাদের হতাশার জায়গা নাই। আপনারা দেখবেন আমি নিজেও দৈনিক আপনাদের সাথে দেখানো মেথডগুলোর কাজ করি।
উত্তরঃ ফ্রি এবং পেইড ২ ধরণের ট্রাফিক সোর্স ই দেখানো আছে।
১. ওয়েবসাইট এবং ইউটিউব ট্রাফিক। আমি ব্যক্তিগত ভাবে এই ২ ট্রাফিক সোর্স ই পছন্দ করি। আমার ইনকামের ৭০% ই এই ট্রাফিক থেকে।
২. পেইড ট্রাফিক হিসাবে দেখানো থাকবে Google Ads(গুগল এডস) এবং Solo Ads (সোলো এডস)
৩. সোশ্যাল মিডিয়া ট্রাফিক হিসাবে দেখানো থাকবে Facebook, Instagram, TikTok, Quora, Pinterest & Twitter .
৪. এসকল ট্রাফিক ছাড়াও আরও ৪০+ ট্রাফিক সোর্স ট্রাফিক দেখানো আছে যাহা গুগল Rank করে প্রমান সহ দেখানো আছে ।
উত্তরঃ যারা বাংলাদেশে আছেন তারা Bkash(বিকাশ) দিয়ে কিনতে পারবেন। আর যারা বাংলাদেশের বাইরে থেকে কিনতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করে Payoneer দিয়ে কিনতে পারবেন। সরাসরি যোগাযোগ করুন: ranaghoshbd@gmail.com
Disclaimer: একজন অন্যজনের ১০০% ইনকাম নিশ্চয়তা দিতে পারে না। ইনকাম নির্ভর করে কাজের দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান, পরিশ্রম এই সকল বিষয় গুলোর ওপর। প্রতিনিয়ত আপনার নিজেকে কতটা দক্ষ করে তুলতে পেরেছেন। কাজের সাথে ডে বই ডে আপনার নিজেকে যত আপডেট করতে পারবেন আপনার ইনকাম নিশ্চয়তা ততই বৃদ্ধি পাবে। এই কোর্সে যে সকল মেথডগুলো দেখানো আছে সে মেথড দিয়ে আমি নিজে ইনকাম করি এবং গোটা বিশ্বে অনেক অনেক মানুষও ইনকাম করে। আপনি যদি চেষ্টা করেন তবে আপনিও পারবেন। এই কোর্সে দেখানো মেথডগুলো দিয়ে রাতারাতি ইনকাম সম্ভব না। আর একটা বিষয়, একজন অন্যজনের ইনকাম দেখে প্রভাবিত হবেন না।